অভয়নগর প্রতিনিধি: যশোর অভয়নগর উপজেলায় অন্য বছরের ন্যায় এবারও লটারির মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। উপজেলা ধান চাল সংগ্রহ কমিটির এক সভায় সোমবার এ সিদ্ধান্ত গৃহীত হয়। তবে কবে নাগাদ লটারি হবে এবং ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হবে সে এখনো সিদ্ধন্ত হয়নি।
সরকার এ বছর ২৭ টাকা কেজি দরে ১ হাজার ৮৫২ টন ধান কৃষকের কাছ থেকে ক্রয় করবে। এছাড়া প্রায় তার দ্বিগুণ চাল ৪০ টাকা কেজি দরে তালিকাভূক্ত মিল মালিকের কাছ থেকে কিনবে।