Tuesday, August 16, 2022

অভয়নগরে ঝড়ে বিদ্যালয়ের ছাউনি হাওয়া

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষী বিদ্যালয়ের শ্রেণিকক্ষের টিনের ছাউনি শনিবার (১৪ মে) রাতে ঝড়ে উড়ে গেছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে।

রবিবার সকালে সরেজমিনে দেখা যায়, ঝড়ের কবলে পড়ে বিদ্যালয়ের ৮ম ও ৯ম শ্রেণীকক্ষের ছাউনির টিন দুমড়ে-মুচড়ে নিচে পড়ে আছে। বেঞ্চগুলো ধূলিকণায় ভরে রয়েছে। বসার অযোগ্য হয়ে পড়েছে শ্রেণীকক্ষ। মেরামত ছাড়া পাঠদান সম্ভব হবে না বলে জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা। সংশ্লিষ্টরা জানান, ১৯২৬ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও অবকাঠামোর দিক দিয়ে তেমন কোনো উন্নয়ন হয়নি। বিদ্যালয়ে প্রায় তিনশ ছাত্রছাত্রী থাকলেও পাকা ভবন নেই। ঝড়বৃষ্টিতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদানে অসুবিধা হয়। বিদ্যালয়ে পড়ালেখার মান ভালো থাকলেও পাকা ভবন না থাকায় স্থানীয় অধিকাংশ ছাত্রছাত্রী দূরের অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়।

বিদ্যালয় সরকারি ছুটি থাকলেও ঝড়ে শ্রেণিকক্ষের টিন উড়ে গেছে এমন সংবাদ পেয়ে দেখতে আসে ৯ম শ্রেণীর ছাত্র রুদ্র। রুদ্র বলল, আমাদের বিদ্যালয়টি শতবর্ষের। অথচ কোনো ছাদের ঘর নেই। আমরা প্রতিনিয়ত ঝড়বৃষ্টি উপেক্ষা করে জরাজীর্ণ শ্রেণিকক্ষে পড়ালেখা করি। তাই সরকারের কাছে আমাদের বিদ্যালয়ের জন্য পাকা ভবন দেওয়ার দাবি জানাই।

প্রধান শিক্ষক গাজী হাবিবুর রহমান বলেন, আমাদের প্রতিষ্ঠানের বয়স প্রায় একশ বছর হতে চললেও আধুনিকতার ছোঁয়া এখনও পাইনি। শনিবার রাতের ঝড়ে শ্রেণিকক্ষের টিনের ছাউনি উড়িয়ে নিয়ে গেছে। মেরামত করা না গেলে ওই শ্রেণীকক্ষে পাঠদান ব্যাহত হবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্ষতিগ্রস্থ শ্রেণীকক্ষ দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ঝড়ে বিদ্যালয়ের টিন উড়ে গেছে এমন সংবাদ পাইনি। সংবাদ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ঝিনাইদহে নবজাতক হত্যায় আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর হাসপাতালে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগে...

দুই চোরসহ ভ্যান উদ্ধার

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে ইঞ্জিন ভ্যান চুরির ২৪ ঘন্টার মধ্যে ২ চোরসহ...

শিশু নাঈমার ঘাতকের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রেমবাগ প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়ার বালিয়াডাঙ্গায় শিশু নাঈমার ঘাতক আমজাদের ফাঁসির দাবিতে মঙ্গলবার...

যশোরে ইয়াবাসহ নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সোমবার রাতে শহরের মুজিব সড়ক সার্কিট হাউজের সামনে...

যশোরে জুয়ার আস্তানা থেকে ছয়জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ইসলামপুর গ্রামের এক পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে...

স্বামী স্ত্রী হিসেবে মেলামেশা, যশোরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : তালাকের কাগজ ছয় বছর গোপন করে স্বামী-স্ত্রী হিসেবে মেলামেশার এক পর্যায় তালাকের...