নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলা আওয়ামী লীগ সুন্দলী ইউনিয়নের নিহত ইউপি সদস্য উত্তম সরকারের পরিবারের হাতে নগদ টাকা ও শীতের পোশাক দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
উপজেলার সুন্দলী ইউনিয়নের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টাকা ও পোশাক বিতরণ উপলক্ষে সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর, সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিকাশ রায় কপিল, আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সুবাস রায়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে। আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিহত উত্তম সরকারের স্ত্রীর হাতে নগদ ৭০ হাজার টাকা ও তাঁর দুই শিশুসন্তানের হাতে শীতের পোশাক তুলে দেন। এছাড়া নিহতের স্ত্রীর জন্য চাকরির ব্যবস্থা ও দুই শিশুসন্তানের পড়ালেখার দায়িত্ব গ্রহণ করা হয়।