সুন্দলী (অভয়নগর) প্রতিনিধি: যশোর অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী গ্রামের বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের মধ্যে নয়ন নামে এক যুবকের বিষপানে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। ২৪ মে বিকেলে ঘটনাটি ঘটে।
স্ত্রীর সাথে পারিবারিক বিরোধের জের ধরে ক্যাম্প চত্বরে শালিস বৈঠক চলাকালে যুবক নয়ন ক্যাম্পের গেটের সামনে আত্মহত্যা চেষ্টা করে। যুবক নয়ন শেখ বলেন, তার স্ত্রীকে সে আনেক ভালোবাসে। তার স্ত্রী তার সংসার করবেনা বলে শালিসে জানালে সে আত্মহত্যা করার চেষ্টা করে।
এ বিষয়ে স্থানীয় ৮ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ওয়াহিদুল বলেন, আমি শালিসে উপস্থিত ছিলাম। ছেলেটি বেয়াদব, সে শালিশ চলাকালীন হঠাৎ বিষপান করে। আমি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেছি।
এ ব্যাপারে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ রফিকুল ইসলাম মুঠোফোনে ঘটনার সত্যতা শিকার করে বলেন, মেয়েটিকে ওই যুবক (নয়ন) ও তার মা নির্যাতন করায় মেয়েটি চলে গিয়েছিল। আমি মেয়ের এক আত্মীয় বাড়ি থেকে উদ্ধার করে ঘটনার মিমাংসা করার চেষ্টা করি, হঠাৎ ওই যুবক দৌড় দিয়ে ক্যাম্পের গেট পার হয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।