Thursday, July 7, 2022

অভয়নগরে বিদ্যালয় সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ বিক্রির অভিযোগ 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: অভয়নগর উপজেলার ডুমুরতলা নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের মাঠে থাকা বড় বড় ৮টি শিরীষ গাছ কেটে নেয়া হয়েছে। এখনো মাঠের মধ্যে দুইটি কাটা গাছ পড়ে আছে।

স্থানীয় সূত্র মতে,উপজেলার ডুমুরতলা নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১৫টি বড় বড় শিরীষ গাছ রয়েছে। প্রায় ২০ বছর আগে বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক মিলে এগুলো রোপন করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে এবং এলাকাবাসী ও ম্যানেজিং কমিটির কোন সদস্যের সাথে আলোচনা না করে সভাপতি সমরেশ বৈরাগী ও প্রধান শিক্ষক দিলীপ বৈরাগী গাছগুলো কেটে নিয়ে বিক্রয় করে দিচ্ছেন।

বিদ্যালয়ের সাবেক ছাত্র মিন্টু মল্লিক জানান, বিদ্যালয়ের যখন ছাত্র ছিলাম সে সময়ে গাছগুলো আমরা লাগিয়েছিলাম। কিন্তু বর্তমান সভাপতি ও প্রধান শিক্ষক কাউকে না জানিয়ে গাছগুলো বিক্রি করছেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সমরেশ বৈরাগী বলেন, কেটে নেয়া গাছগুলো বিদ্যালয়ের গাছ না। গ্রামবাসী গাছগুলো লাগিয়েছেন। যাদের গাছ তারাই কেটে নিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বিদ্যালয়ে গাছ কাটার বিষয়ে কোন অনুমতি লাগে তা আমার জানা নেই। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে ১৫টি গাছের মধ্যে ৮টি গাছ কাটা হয়েছে। এরমধ্যে ৬টি গাছ নিয়ে গেছে এবং কাটা ২টি গাছ মাঠের মধ্যে পড়ে আছে।

এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক দিলীপ বৈরাগীর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া যায়। মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের গাছ কাটা হচ্ছে এ বিষয়ে আমার কিছু জানা নেই। বিদ্যালয়ের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন বলেন, ডুমুরতলা নি¤œমাধ্যমিক বিদ্যালয়ের গাছ কাঁটা হচ্ছে এ বিষয়ে আমার জানা নেই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সর্বশেষ

ঈদের আগে আনন্দধারায় শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত যশোরের ৬০ শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব প্রতিবেদক :  সরকার ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন করে এমপিওভুক্ত ঘোষণা...

নতুন রোটারী বর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক :  রোটারী ডিস্ট্রিক-৩২৮১-এর রোটারী বর্ষের সূচনা উপলক্ষে বুধবার বিকেলে যশোর শহরের বর্ণাঢ্য র‌্যালি...

যশোর বাস মালিক সমিতির নির্বাচন : মনোনয়নপত্র কিনেই ভোটযুদ্ধে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক : মনোনয়নপত্র কিনেই ভোটযুদ্ধে নেমে পড়েছেন যশোর বাস মালিক সমিতির নির্বাচনের প্রার্থীরা। শুরু...

যশোরে বিভিন্ন সহিংসতার ঘটনায় ১৫ জন আসামি

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার চার এলাকায় সহিংসতার ঘটনায় কোতয়ালি থানায় আলাদা চারটি মামলা করা...

সহসা কমছে না লোডশেডিং

ঢাকা অফিস গ্যাস সংকট চলছে তাই বিদ্যুৎ উৎপাদনে বিঘœ ঘটাছে। দেশজুড়ে চলছে লোডশেডিং চলছে। কবে...

অপতৎপরতা রুখতে একসাথে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী স্বপন

মণিরামপুর প্রতিনিধি :  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, শেখ হাসিনা...