যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগ
নিজস্ব প্রতিবেদক :
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইয়াং আরএন রোড। সোমবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ২৮ রানে যশোর বয়েজ ক্লাবকে পরাজিত করে।
এদিন টসে জিতে যশোর বয়েজ ক্লাবের অধিনায়ক আত্তিসো হাসান প্রতিপক্ষ ইয়াং আরএন রোডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। ব্যাট করতে নেমে ১৩ রানে সাজঘরে ফেরে টপ অর্ডারের দুই ব্যাটার। তৃতীয় উইকেটে আকিব ও অয়ন ৪০ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় রোধ করেন। ২৭ রানে দুই চারে ১৭ রান করে আকিব ফিরলে ভাঙ্গে ৮ ওভার দুই বল স্থায়ী জুটি।
এরপর অয়ন এক প্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের যাওয়া আসা মিছিল দেখতে দেখতে অর্ধশতক তুলে নেন। ১১২ রানে ৮ উইকেট হারিয়ে যখন দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় ইয়াং আরএন রোডের দলীয় ইনিংস। তখনই অয়নের সাথে দাঁড়িয়ে যান অনূর্ধ্ব-১৬ খুলনা বিভাগীয় দলের হয়ে খেলে আসা ডানহাতি পেসার রিফাত। দুজনে ১১ ওভার ক্রিজে থেকে দলের খাতায় যোগ করেন ৬৭ রান। এই জুটির উপর নির্ভর করে ৩৫ ওভার ৫ বলে অলআউট হওয়ার আগে ১৮১ রান করে ইয়াং আরএন রোড। প্রায় দুইশোর কাছাকাছি রান করার পেছনে বড় অবদান উইকেটরক্ষক ব্যাটার অয়নের। ৬০ বলে ফিফটি করা অয়ন শেষ পর্যন্ত করেন ৮১ রান। ৯০ বলের ইনিংসের মারেন চারটি চার ও দুটি ছয়ের মার। এরপাশে রিফাত ৪৪ বলে তিন ছয় ও এক চারে ২৮ রান করেন।
যশোর বয়েজের নাজমুল হোসেন শাহীন ৩০ রানে চারটি, রবিউল ইসলাম, কল্লোল বর্মন ও আত্তোসি হাসান ২ টি করে উইকেট দখল করেন।
ইয়াং আরএন রোডের বড় সংগ্রহে ব্যাট হাতে অয়ন একাই নেতৃত্ব দিলেও বল হাতে সবাই মিলেমিশে কাজ সেরেছেন।
১৮১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১ রানে চার উইকেট হারিয়ে বসে যশোর বয়েজ ক্লাব। পরে রবিউল হক, আত্তোসি হাসান, ইবাদুল হক জয়ের জন্য চেষ্টা করলেও যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ৩৩ ওভারে অলআউট হওয়ার আগে তারা করতে পারে ১৫৩ রান। যশোর বয়েজ ক্লাবে হারের প্রধান কারণ ওপেনার ব্যাটার রাসেলের ব্যাটিং। প্রায় দুই ঘণ্টা ক্রিজে থেকে ৫৯ বলে করেন ৫ রান। এরপাশে রবিউল ইসলাম ২৮ বলে ৪টি চার ও তিন ছয়ে ৪০, আত্তোসি হাসান ৩০ বলে ২১, ইবাদুল হক ১৮ বলে ৩ চার ও ১ ছয়ে ২১ রান করে। এছাড়া অতিরিক্ত থেকে দলের খাতায় যোগ হয় ৪২ রান। বল হাতে ইয়াং আরএন রোডের হয়ে আফজাল ২১ রানে ও হাসানুল ইসলাম ৩৯ রানে ৩টি করে উইকেট দখল করেন। এর পাশে রিফাত ১৪ রানে এবং সাইমন ৪৪ রানে ২টি করে উইকেট দখল করেন।