খুলনা ব্যুরো: আজ ২১ জুন কবি রুদ্র মুহাম্মদ শহিদুল্লার ৩১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯১ সালের এই দিনে মাত্র ৩৪ বছর বয়সে তিনি চিরবিদায় নিয়ে চলে যান না ফেরার দেশে।
দিনটি উপলক্ষে রুদ্র সংসদ (ঢাকা), রুদ্র স্মৃতি সংসদ মিঠেখালী, সস্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা, মোংলা নাগরিক সমাজ, প্রথম আলো বন্ধু সভা, মোংলা স্টুডেন্টস ক্যাটারস্, শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সংগঠন যৌথভাবে দিনটি পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।