লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। তথ্য গোপন রেখে মাদ্রাসার সুপার এই অনৈতিক কাজ করেছেন বলে দাবি করা হয়েছে।
আমাদা গ্রামের মনিরুজ্জামান খান জানান, আমাদা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের জন্যে প্রতিষ্ঠানের সুপার গ্রামবাসী বা অভিভাবকদের সাথে কোন রকম আলাপ-আলোচনা করেননি। নির্বাচনী তফসিল গোপন রেখে নিজের পছন্দ মতো ‘গোপন কমিটি’ গঠন করে সেটা চূড়ান্ত অনুমোদনের চেষ্টা করছেন। ম্যানেজিং কমিটি গঠনের প্রবিধানমালা লংঘন করে কে এম এনায়েতুল হককে প্রতিষ্ঠাতা করা হয়েছে। একাধিক স্থায়ী দাতা সদস্য থাকা সত্বেও নিয়ম লংঘন করে কেএম ফেরদাউসুর রহমানকে দাতা সদস্য করা হয়েছে। এ ছাড়াও নিয়ম লংঘন করে ম্যানেজিং কমিটির প্রিজাইডিং অফিসার করা হয়েছে উপজেলা পল্লী উন্নয়ন অফিসারকে (বিআরডিবি-নন গেজেটেড কর্মকর্তা)।
মনিরুজ্জামান খানবলেন, প্রতিষ্ঠানের সুপার আবুল কালাম আজাদ এই মাদ্রাসার একজন শিক্ষিকার এনটিআরসিএ সনদ ভুয়া শনাক্ত হওয়ায় সেটা রদবদল করে ওই শিক্ষকের নিকট থেকে অর্থ গ্রহণ করেছেন। সুপারকে এসব অনিয়মে সহযোগিতা করেছে এলাকার কতিপয় স্বার্থান্বেষী মানুষ। তিনি মাদ্রাসা শিক্ষাবোর্ডের কর্মকর্তাসহ উপজেলা ও জেলা প্রশাসনের কাছে তদন্তপূর্বক ন্যায় বিচার দাবি করেছেন।
মাদ্রাসার সুপার আবুল কালাম আজাদ অভিযোগ অস্বীকার করেছেন।