বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী পায়েল সরকার এখন ভীষণ ব্যস্ত। হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ। এরই মধ্যে প্রচার করছেন ‘এনক্রিপ্টেড’ সিনেমার। ডাবিং করছেন ‘হ্যালো ৪’ সিরিজের।
সম্প্রতি মুক্তি পেয়েছে পায়েল অভিনীত সিনেমা ‘জালবন্দি’। এত কাজের মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন পায়েল। জানিয়েছেন বিভিন্ন অজানা বিষয়।
এত কাজের ভিড়ে নিজের জন্য সময় পাচ্ছেন? এমন প্রশ্নের উত্তর অভিনেত্রীর সোজা উত্তর, ‘হ্যাঁ, আছে। সেটা সব সময় আছে।’
পায়েল সরকার এখনও সিঙ্গেল। সিনেমা দেখে, সিরিজ দেখে অবসর কাটান। বন্ধুদের সঙ্গে বাড়িতে পার্টি করেন। নেটমাধ্যম থেকে কখনো আপনার প্রেম হয়েছে? সাক্ষাৎকারে এমন প্রশ্ন ছিল পায়েলের কাছে।
উত্তরে অভিনেত্রী বলেন, ‘না, না, একদম না। একজনকে চিনি না, শুধু সোশ্যাল মিডিয়ায় আলাপে তার সঙ্গে ‘ডেট’-এ চলে গেলাম, এটা করতেই পারব না। আমি প্রেমে এত মরিয়া না।’
প্রথম প্রেমের বিষয়েও মুখ খুলেছেন পায়েল। জানান, ১৫-১৬ বছর বয়সে প্রথম প্রেম হয় পায়েল সরকারের।
এদিকে দীর্ঘ ১৩ বছর পর আবার একসঙ্গে আসছেন সোহম-পায়েল জুটি। রাজা চন্দের ‘হার মানা হার’ সিনেমায় দেখা যাবে তাদের। আরও একবার সোহম-পায়েলের জুটি নিয়ে উৎসাহের শেষ নেই ভক্তদের মধ্যে। সোহম চক্রবর্তী এবং পায়েল সরকার ছাড়াও রাজা চন্দের এ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আয়ুষী তালুকদার। সিনেমাতে আরও অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী এবং শিশুশিল্পী সিলভিয়া দে। সম্প্রতি সিনেমার শুটিং শেষ হয়েছে।
২০০৯ সালে জুটি বেঁধে ‘প্রেম আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন সোহম ও পায়েল। এরপর ২০১২ সালে ‘বোঝে না সে বোঝে না’ সিনেমায় অভিনয় করেছিলেন।