কল্যাণ রিপোর্ট: যশোরে আরবপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক আহম্মেদ বাবুর (৫৪) উপর হামলা হয়েছে। গতকাল রোববার রাত নয়টায় আরবপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত অন্যান্যরা হলেন, রিজাউল ইসলাম (৩০) রফিকুল ইসলাম (৪০) মুজিবর রহমান (৫২) তাদের বাড়ি ভেকুটিয়া ও মন্ডলগাতী এলাকায়।
গুরুতর আহতদের উদ্ধার করে এলাকাবাসি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আহত ফারুক আহম্মেদ জানান, নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে আরবপুর এলাকার লোকমানের বাড়ির সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তখন আচমকা সাত থেকে আটজন দুর্বৃত্ত্ব দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে আমাদের উপর হামলা করে।
এ বিষয়ে জানতে যশোর কোতয়ালী থানার ওসি তাজুল ইসলাম কে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।