কল্যাণ রিপোর্ট
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদরের আরবপুর ইউনিয়ন নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের প্রচারণায় নৌকার প্রার্থী ও সর্মথকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী খন্দকার ফারুক আহমেদ বাবু ।
তিনি বলেন, গত ২০ ডিসেম্বর পাকদিয়া গ্রামে প্রচারণায় গেলে নৌকার প্রার্থী মীর আরশাদ আলীর সর্মথকদের নেতৃত্বে হামলা ও মারপিট করে। এ সব বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোন লাভ হচ্ছেনা। নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি ।
গতকাল প্রেসক্লাব যশোরে অনুষ্ঠতি সংবাদ সেম্মেলনে এ দাবি জানিয়েছেন স্বতন্ত্র তিন প্রার্থী ও তাদের সর্মথকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান খোকন, নুর ইসলাম, জাহাঙ্গীর আলম, ওবাইদুল ইসলাম, রেজাউল ইসলাম, স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।
ফারুক আহমেদ বাবু বলেন, পঞ্চম ধাপে যশোর সদরের আরবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এ নির্বাচনে আমি মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। এছাড়া আসাদুজ্জামান খোকন ও নুর ইসলাম স্বতন্ত্র র্প্রাথী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে নৌকার প্রার্থী মীর আরশাদ আলী ও তার ছেলের পালিত সন্ত্রাসীরা আমাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার জন্য চাপ দিয়ে আসছেন। প্রার্থীতা প্রত্যাহার না করায় নৌকার প্রার্থী ও তার সন্ত্রাসী বাহিনি হত্যার হুমকি দিচ্ছে। ভোটাররা ভোটের মাঠে গেলে খুন জখম করবে বলে বাড়ি বাড়ি যেয়ে হুমকিও দিচ্ছে।