চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় একটি আলমসাধু উল্টে উত্তম মহলদার (৩৯) মারা গেছে। শুক্রবার রাত ২ টায় দিকে পিতম্বরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। উত্তম মহলদার ঝিকরগাছার কাটাখালীর বাসিন্দা।
উত্তম মহলদার পেশায় আলমসাধু চালক। তিনি কাঠের ভূষি ভাড়ায় পৌছে দিয়ে পুড়াপাড়া থেকে ফিরছিলেন। অতিরিক্ত কুয়াশার কারণে গাড়িটি পথভ্রষ্ট হয়ে উল্টে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে আসার আগেই রোগী মারা গেছে।
চৌগাছা থানার উপ-পরিদর্শক আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।