আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে চেতনানাশক দ্রব্য স্প্রে করে বাড়ির সদস্যদের অজ্ঞান করে জানালার গ্রিল খুলে নগদ টাকাসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার ৬ আগস্ট দিবাগত রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামে অবসর প্রাপ্ত শিক্ষক মইন উদ্দিন সরদার (৬৮) শুক্রবার রাতে দ্বিতল ভবনের নিচের বারান্দায় স্বস্ত্রীক ঘুমিয়ে পড়েন।
তাদের ছেলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল মামুন দোতলায় ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় সংঘবদ্ধ চোরেরা চেতনানাশক দ্রব্য স্প্রে করে ঘরের পিছনের জানালার গ্রিল খুলে ভিতরে ঢুকে স্টিলের আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
শনিবার সকাল ৭ টার দিকে ছেলে আল মামুন ঘুম থেকে উঠে নিচে নেমে পিতা-মাতাকে অচেতন ও মালামাল ছড়ানো দেখে চুরির ঘটনা বুঝতে পারেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মইনদ্দি ও তার স্ত্রীর জ্ঞান ফেরেনি। তাদেরকে সাতক্ষীরা হাসপাতালে নেয়া হয়েছে। বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিহাব হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন।