কেশবপুর (যশোর) প্রতিনিধি: সদ্য শেষ হওয়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলার ২২ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের দুইজন প্রার্থী রয়েছেন।
কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী এক হাজার ১৭৪ ভোট ও সাগরদাঁড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ৫০৬ ভোট পাওয়ায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইউপি নির্বাচন বিধিমালা ২০১০ এর ৪৪ এর ৩ ধারা অনুযায়ী, নির্বাচনে ভোটারদের দেওয়া মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর সিনিয়র নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির বলেন, প্রয়োগকৃত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এসব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।