নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।
নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, কালিয়া পৌরসভার মেয়র ওয়াহিদুজ্জামান হিরা,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবাশিষ চৌধূরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দীকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।