নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপশহর ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে বুধবার বিকেলে স্থানীয় পার্কে বৃক্ষ রোপণ করা হয়েছে। এর আগে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুর রহমান লিটু।
উপশহর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সেলিম ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সেলিম রেজা, পৌর কৃষকলীগের সভাপতি এসএম আব্দুর রব, সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপশহর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক এসএম জসিম উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আলম মনির, সাংগঠনিক সম্পাদকত আসাদুজ্জামান, জেলা যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, সৈয়দ মুনসুর আলম, পৌর কাউন্সিলর নাসিমা পারভীন জলিসহ নেতৃবৃন্দ।