বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংকে নিয়ে তাঁর ভক্তদের আগ্রহের অন্ত নেই। প্রেমিক জ্যাকি ভগনানিকে নিয়ে প্রায়ই তাঁরা নানা আলোচনায় মাতেন। গত বছর ইনস্টাগ্রামে ‘আমরা প্রেম করছি’ ব্যাপারটি অফিশিয়ালি ঘোষণা করেন রাকুল। তারপরও থেমে নেই তাঁদের নিয়ে গুঞ্জন। অনলাইনে তাঁদের বিয়ের নেমন্তন্নও করে ফেলেন নেটিজেনরা!
সম্প্রতি একটি অনলাইন পোর্টালের সঙ্গে কথা হয় রাকুলের। সেখানে তিনি এসব উড়ো খবরে একেবারেই কান দিতে নিষেধ করেছেন। এসবের একরত্তিও সত্যি নয়।
এ কারণে রাকুল অনুরোধ করেছেন, এসব উড়ো খবর যেন বন্ধ হয়। এসবে কান দেওয়ার কোনো দরকার নেই। তার চেয়ে বরং অপেক্ষা করা যাক, কখন আসে রাকুলের বিয়ের মাহেন্দ্রক্ষণ। তিনি বলেন, ‘দয়া করে উড়ো খবরে কান দেবেন না। এখন আমার মনোযোগ কেবল কাজ নিয়ে। যেহেতু এখনো বিয়েটা করা হয়নি, তার মানে এটা হবে। এত তাড়াহুড়োর কিছু নেই।’
এমনকি তাঁর জীবনেও এর কোনো প্রভাব পড়ে না। কারণ, তাঁর মতে, কীভাবে চোখ বন্ধ রেখে কাজ করে যেতে হয়, এটা ভালোই শেখা আছে তাঁর। রাকুলের জীবন কাচের প্লাসের মতোই স্বচ্ছ। যদি জীবনে বিয়ের মতো এমন কোনো কিছু ঘটে, তাহলে তিনিই প্রথম ব্যক্তি, যিনি এই খবর সবার আগে জানাবেন।
ছয়টি ছবি মুক্তির তালিকায় আছে রাকুল প্রীত সিংয়ের। এ বছরের প্রথমার্ধে চারটি ছবি মুক্তি পাবে। ছবিগুলো হলো জন এব্রাহামের সঙ্গে ‘অ্যাটাক’, অজয় দেবগন ও অমিতাভ বচ্চন অভিনীত ‘রানওয়ে থার্টি ফোর’, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ডক্টর জি’ ও সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘থ্যাংক গড’।
বছরের দ্বিতীয়ার্ধে মুক্তি পেতে পারে অক্ষয় কুমার অভিনীত ‘মিশন সিন্ডারেলা’। এ ছাড়া আছে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’।