কল্যাণ রিপোর্ট : সোমবার বিকেলে প্রেসক্লাব যশোরে এসে সদরের দেয়াড়া মডেল ইউনিয়ন নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আনিচুর রহমানের বিরুদ্ধে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড ও পূজা উদযাপন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ডে কোন অভিযোগ করেনি বলে দাবি করেছেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডর ও পূজা পরিষদ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেছেন একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে তাদের প্যাড ব্যবহার করে এ অভিযোগ পাঠিয়েছে মনোনয়ন বোর্ডে।
যশোর সদর উপজেলার ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নে বর্ধিত সভা করে মনোনয়ন প্রত্যাশিদের নামের তালিকা পাঠায় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে। তারই ধারাবাহিকতায় দেয়াড়া মডেল ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা শেষে বর্তমান চেয়াম্যানসহ মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা পাঠানো হয় কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে।
এর মধ্যে দেয়াড়া মডেল ইউনিয়নের চেয়াম্যান আনিচুর রহমানের নামে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও পূজা পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দুইটি অভিযোগ দেয়া হয়। আনিচুর রহমান চেয়াম্যান থেকে নানা অনিয়মন ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। এবারের নির্বাচনে তাকে যেন মনোনয়ন না দেয়ার অনুরোধ করা হয় মনোনয়ন বোর্ডকে।
প্রকৃতপক্ষে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডর ও পূজা পরিষদ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে এ ধরনের কোন অভিযোগ দেয়নি। স্থানীয় কুচক্রী মহল এ দুই সংগঠনের প্যাড ব্যবহার করে এ অভিযোগ দিয়েছে। এহেন কর্মকান্ডের তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুনছুর আলী, ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস, সাধারণ সম্পাদক বিরাম সরকার, ইউপি সদস্য সেলিম হোসেন, আমিন উদ্দিন, আব্দুল ওহাব, আব্দুল কাদের, মুনকির আহেম্মদ, যুবলীগ নেতা রেজাউল ইসলাম প্রমুখ।