নিজস্ব প্রতিবেদক: এক কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাতের অভিযোগে তামান্না লিমিটেডের এমডিসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা করা হয়েছে। রোববার যশোর বিমান বন্দর আবাসিক এলাকার বাসিন্দা এসএম আবুল বাশারের মেয়ে তাব্বাসছুম কবির এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদক দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আদেশ দিয়েছেন।
আসামিরা হলেন- তামান্না লিমিটেডের এমডি এম ইকবাল, কর্মকর্তা এম শাহাজাহান আলী, সাইদুর রহমান, এম আতাউর রহমান, এম হারুন-অর-রশীদ ও এম নুরুল্যা হেলাল।
মামলা সূত্রে জানা গেছে, বাদী তাব্বাছুম কবির বিমান বাহিনীতে চাকরি করতেন। আসামিরা বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। সেই সুবাদে আসামিদের সাথে তার পরিচয়। আসামিরা তামান্না লিমিটেডের চায়না থেকে ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন প্রকার পণ্য আমদানি করে সারাদেশে শো-রুম করে বিক্রি করতেন। তামান্না লিমিটেডের শেয়ার বিক্রির ঘোষণা দিলে বিমান বাহিনীতে চাকরির সুবাদে আসামিদের সাথে পূর্ব পরিচয়ের সূত্রে যশোর শাখায় তাব্বাছুম কবির, আব্দুল্লা হান্নান হাওলাদার, বজলুল হক, সৈয়দা নিলুফা আক্তার, রায়হানা আক্তার, আব্দুল লতিফ, আহম্মেদ হোসাইন, নুরুল ইসলাম, মাসুমা আক্তার, আব্দুর রশিদ, গোলাম রসুল, আব্দুল জব্বার, খন্দকার আশা, মিজানুর রহমান, লুৎফর রহমান, সামছুর রহমান, শাহানা বেগম, রবিউল ইসলাম, হুসাইন আলী, আকলিমা বেগম, আনোয়ার হোসেন, জাকির হোসাইন, কাইউম আলী, আখশারী খানম জুয়েল, মাসুদুর রহমান, জাকির হোসেন, সিরাজুল ইসলাম, বিউটি আক্তার, আব্দুল মান্নান ও সুফিয়া বেগম মোট এক কোটি ১৯ লাখ ২৭ হাজার টাকা বিনিয়োগ করেন। প্রত্যেকে বিনিয়োগের টাকা যশোর অফিসে জমা দিয়েছেন। পরবর্তীতে আসামিরা বিনোয়াগকারীদের কোন লভ্যাংশ দেয়নি। তারা বিভিন্ন অজুহাতে ব্যবসাগুটিয়ে নিয়েছেন। এখন বিনিয়োগের টাকা ফেরত চাইলে আসামিরা না দিয়ে ঘোরাতে থাকেন। আসামিরা যাবতীয় টাকা লেনদেনের বিষয়টি অস্বীকার করায় তিনি আদালতে এই মামলা করেছেন।