কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
প্রকৃতির অপার সৌন্দর্য্যের একটি ফুল নাইটকুইন। ফুলটিকে রাতের রাণী বা নিশিপদ্ম বলে। এটি সন্ধ্যার পর থেকে ফুটতে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে স্নিগ্ধ সৌরভ ছড়িয়ে প্রকৃতিতে এক ধরনের মাদকতা ছড়িয়ে দিয়ে পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে জানিয়ে দেয় আমিই রাতের ফোটা ফুলদের রাণী। ছাদে বা বারান্দায় থাকা এই গাছে ফুল ধরলে দারুণ দেখায়। এ ফুলের গন্ধও ভারি মিঠে, উগ্র নয়। রাতের অন্ধকারে গাছ আলো করে ফুটে থাকে এই ফুল। রাত শেষ হওয়ার আগেই ফুলটি ঝরে যায়। এ কারণেই হয়তো এই ফুলকে নাইটকুইন বা রাতের রাণী নামকরণ হয়েছে।
ঈদের দিন রাতে ঝিনাইদহের কাশিপুর গ্রামের শিবলী সাদিক সোহাগের বাড়িতে এক গাছে ২২টি নাইটকুইন ফুল ফুটে সবাইকে চমকে দিয়েছে। সংবাদ পেয়ে দৃষ্টিনন্দন এ ফুলগুলো দেখতে প্রতিবেশিরা তার বাড়িতে ভিড় জমায়। ব্যবসায়ী শিবলী সাদিকের দাবি, দেশে এই প্রথম একটি গাছে একসাথে এতো নাইটকুইন ফুল ফোটার রেকর্ড।
শিবলী সাদিক সোহাগ বলেন, ২০০২ সালে তিনি একটি নাইটকুইন ফুলের চারাগাছ সংগ্রহ করে বাড়ির দ্বিতল ভবনের ছাদে স্বযতেœ লাগিয়েছিলাম। এরপর প্রতিদিন পানি ও জৈব সার দেয়াসহ পরিচর্যার কাজ করতাম। দীর্ঘ ২০ বছর পর তার সেই স্বপ্ন সত্যি করে একসাথে এত বেশি ফুল ফুটেছে। নিজের হাতে লাগানো গাছে এতো ফুল দেখে আমি খুবই খুশি হয়েছি।