কল্যাণ ডেস্ক :
বিগত ২০২১ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রোববার দুপুরে দলটির কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে এ হিসাব জমা দেন।
কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান জানান, ২০২১ পঞ্জিকা বছরে ক্ষমতাসীন দলটির আয় ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। এ সময় ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। আয়ের বড় খাত মনোনয়নপত্র ও প্রাথমিক সদস্য ফরম বিক্রি।
এর আগে ২০২০ পঞ্জিকা বছরে দলটির আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। ব্যয় করেছে ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা।
ফলে এক বছরে ক্ষমতাসীন দলটির আয় বেড়েছে ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা। এই সময়ে দলটির ব্যয় কমেছে ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা।