নিজস্ব প্রতিবেদক: শুক্রবার যশোর শহরের কাঁঠালতলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিন চক্ষুক্যাম্পে তিন শতাধিক অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৫ জনকে আগামী সপ্তাহে ছাঁনিসহ বিভিন্ন সমস্যায় চোখের অপারেশন করা হবে। এই ক্যাম্পের সহযোগিতা করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। ক্যাম্পটি পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ও আদ্-দ্বীন মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাহিদ কামাল।
আয়োজকরা জানান, শুক্রবার বিনামূল্যে চক্ষুক্যাম্প উপলক্ষে আয়োজকরা গত কয়েকদিন ধরে শহরের মাইকিং প্রচার চালানো হয়। শুক্রবার সকাল ৯ টা থেকে কার্যালয়ে চত্বরে মানুষের ঢল নামে। চিকিৎসাসেবা নিতে আসা মানুষেরা নামের তালিকা জমা দিলে টোকেন দেয় চক্ষুক্যাম্পের আয়োজকরা। এর পর চিকিৎসক চিকিৎসাসেবা নিতে আসা মানুষেরা সমস্যা শুনে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র দেয়। যাদের চোখের অবস্থা খারাপ এমন ২৫জনকে আগামী সপ্তাহে শহরের নোভা ক্লিনিকে বিনামূল্যে অপারেশন করে দেওয়ার সিন্ধান্ত দেয়। আর অন্যদের বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন চক্ষুক্যাম্পের পরিচালনাকারী চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ কামাল।
চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নাহিদ কামাল বলেন, চক্ষু ক্যাম্পটি মূলত অসহায় দরিদ্রদের চিকিৎসা সেবা নিশ্চিত করার মূল্য লক্ষ। অনেকেই চোখ নিয়ে নানান সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। এমন লোকদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির সহায়তা ও পরামর্শে এদিন ক্যাম্প পরিচালনা করা হয়।