বাউলিয়ায় নিহত আরও একজন
নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান ইমন (২১) ও আলামিন হোসেন (১৮) নামে দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ও দুইজন আহত হয়েছেন। নিহত ইমন সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি যশোরের ধর্মতলায় মডেল পলিটেকনিক কলেজের ছাত্র। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর এয়ারপোর্ট রোড বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। অপরদিকে আলআমিন বাঘারপাড়া দরাজহাট সৈয়দ মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
উদ্ধারকারী বিমানবন্দর স্কুলের ছাত্র মাহিম খান জানান, দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট রোডে ইমন দ্রুতগতিতে বাইক চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্কুল ছাত্ররা দেখতে পেয়ে ইমনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, দুপুরে কয়েকজন ছাত্রছাত্রী ইমন নামে একজনকে উদ্ধার করে নিয়ে আসলে পরীক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করা হয়।
অপরদিকে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের বাউলিয়া বাজারে বাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে চালক মারা যায়। আহত হয় মোটরসাইকেলে থাকা দুই আরোহী। আহতরা হলেন বাঘারপাড়া ছাতিয়ানতলা বুধপুর গ্রামের শুকুর আলী (২৪) ও পিকুল হোসেন (৪৫)।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জসিম উদ্দিন জানান, সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বল্প ব্যবধানে তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে। তাদের মধ্যে আল আমিনকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। আর শুকুর ও পিকুল নামে দুইজনকে জরুরি চিকিৎসা শেষে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, যশোর এয়ারপোর্ট রোড বাইপাস সড়কে ইমন নামে নিহত হয়েছে। অপরদিকে বাউলিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে।