কল্যাণ ডেস্ক :
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ এর প্রাদুর্ভাবের ফলে টিকার বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ দেয়ার প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘ওমিক্রন’ পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ওমিক্রন নিয়ে বেশি আলোচনা হয়েছে। খুবই কেয়ারফুল থাকতে বলা হয়েছে।
বিশ্বব্যাপী বিজ্ঞানীরা বুস্টার ডোজের জন্য রিকমেন্ড করেছে। আমাদের দেশেও কীভাবে বুস্টার ডোজ দেয়া যায় সেটা চিন্তাভাবনা চলছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরী পরামর্শক কমিটি এবং স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক উপস্থিত ছিলেন।
বুস্টার ডোজ নিয়ে আলোচনা হয়েছে, ইনস্ট্রাকশন দেয়া হয়েছে যাতে রেডি থাকেন। বুস্টার ডোজ কী ফ্রিতে দেবে না কি অনপেমেন্টে দেবে, এই জিনিসগুলো ওনারা আলোচনা করে একটা নীতিমালা করবেন।
অন্তত ৮০ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পাওয়ার আগে তৃতীয় ডোজের পক্ষে ছিলেন না বাংলাদেশের গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কিন্তু কয়েক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর এখন দেশেও টিকার বুস্টার ডোজ দেয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
গত শনিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ৭ থেকে ১০ দিনের মধ্যে বুস্টার ডোজ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন। মন্ত্রিসভার বৈঠকেও বুস্টার ডোজ শুরুর দিন তারিখ ঠিক করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।