কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: কপিলমুনিতে উচ্চ মাধ্যমিক ২০২০’র কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ৭ মে সকালে কলেজ প্রাঙ্গনে পরিচালনা পর্ষদের সভাপতি ও পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। সম্মানীত অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কবির আহমেদ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আকতার শম্পা, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার।