নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাতা ও কবি সুফিয়া কামালের ১১১তম জন্মবাষির্কী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা নিজস্ব কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আফরোজা শিরিন। আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোটেক কামরুন নাহার কনা, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক নাজমা পারভীন হিরন, স্বাস্থ্য ও সমাজকল্যান সম্পাদক সুফিয়া বেগম ও সদস্য রুমা পারভীন।
কবিতা পাঠ করেন সহ-সভাপতি নাসিমা বানু লিলি এবং সংগীত পরিবেশন করেন জেলা কমিটির সহ-সভাপতি রোজিনা রহমান।
বক্তারা বলেন, সুফিয়া কামাল ছিলেন এক দিকে আবহমান বাঙালী নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা; অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন। সুফিয়া কামাল শুধু একজন কবি ছিলেন না, তিনি একজন দার্শনিকও বটে। তার আর্দশে পথ চলা হোক আগামী দিনের পাথেও।
বক্তরা তাঁর লেখা বইগুলো নিয়মিত পড়ার আহ্বান জানান। পড়ার উপর আর কোন শিক্ষা নেই। শুধু কবি সুফিয়া কামাল নয় অন্যান্য মনীষীদের লেখা বইগুলো পড়ার আহ্বান জানান।
উল্লেখ্য, কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন।