ক্রীড়া ডেস্ক: চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন বেন স্টোকস। চোট না সারায় এবারের আইপিএল থেকেও নিজেকে বিরত রেখেছিলেন। কিন্তু কাউন্টিতে ফিরেই লাল বলের ক্রিকেটে টি-টোয়েন্টির মতো ব্যাটিং করলেন স্টোকস। কাউন্টি চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের বিপক্ষে খেলতে নেমে এক ওভারে পাঁচটি ছক্কা হাঁকালেন ডারহামের ইংলিশ তারকা বেন স্টোকস। আর ছক্কার মাধ্যমেই মাত্র ৬৪ বলে সেঞ্চুরিও পূণ করেছেন তিনি।
কাউন্টি গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডারহামের অধিনায়ক স্কট ব্রাথউইক। ডারহামের টপঅর্ডার ব্যাটারদের নৈপুন্যে বাড়তে থাকে দলীয় স্কোর। এক পর্যায়ে দলের হয়ে ক্রিজে ব্যাট করতে থাকেন বেন স্টোকস। শুরু থেকেই আগ্রাসী ছিল তার ব্যাট। ৫০ রান ছুঁতে তিনি খেলেন ৪৭ বল। স্টোকস সেঞ্চুরিটা করেছেন মাত্র ৬৪ বলে।
স্টোকস ৫০ থেকে ১০০ রানে পৌঁছাতে খেলেন মাত্র ১৭ বল। তার ঝড়ের বড় অংশটা ছিল জশ বেকারের ওপর। ইনিংসের ১১৭তম ওভার করতে আসা তার বলে পরপর পাঁচ ছক্কা হাঁকান স্টোকস। শেষ পর্যন্ত ৮৮ বলে ১৬১ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার ও ১৭টি চারের মার। কাউন্টি ইতিহাসে এক ইনিংসে এতো ছক্কার নজির নেই আর কারও।
৬ উইকেটে ৫৮০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ডারহাম। স্টোকস ছাড়াও সেঞ্চুরি করেছেন শন ডিকসন ও ডেভিড বেদিংগাম। ডিকসন ১৮৪ বলে ১০৪ ও ডেভিড ১৭৫ বলে ১৩৫ রান করেন। বাকিদের মধ্যে স্কট বোর্থউইক ৮৯, কিগান পিটারসেন ৫০ ও আলেক্স লিস ২৭ রান করেন।