স্মারকলিপি পেশ
নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের তালতলা বাজারে জড়ো হন বেজপাড়া চোপদারপাড়ার বাসিন্দারা। নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে যাত্রা শুরু করে পৌরসভা অভিমুখে। দুপুর তখন সাড়ে ১২টা। মিছিলটি কিছুদূর এগুতেই সামনে এসে দাঁড়ান ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন। তিনি ঘেরাও কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলেন, সব সমস্যার সমাধান হবে। আমি নিজেই প্রতিনিধিদলের সাথে যাবো। কথা হবে মেয়রের সাথে। এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন কাউন্সিলর নয়ন।
কাউন্সিলয়ের অনুরোধে ঘেরাও এবং অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন প্রতিনিধি দলের নেতা জিল্লুর রহমান ভিটু। প্রতিনিধি দলের সাথে যোগ দেন কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন। স্মারকলিপি নিয়ে যান পৌরসভায়। এ সময় মেয়র হায়দার গণি খান পলাশ ও সিইও উপস্থিত ছিলেন না। তাদের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন প্যানেল মেয়র রোকেয়া পারভিন ডলি।
স্মারকলিপিতে চোপদারপাড়ার সড়ক ও তৎসংলগ্ন বাইলেনগুলো সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সাপ্লাইয়ের পানির গতি বৃদ্ধি ও ময়লা আবর্জনা প্রতিদিন অপসারণের দাবি জানানো হয়েছে।
প্রতিনিধি দলে ছিলেন ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেদ হোসেন নয়ন, জিল্লুর রহমান ভিটু, আনিসুজ্জামান লিটিল, শুকুর আলী, সাঈদ নাসির আহমেদ শেফার্ড, রেজাউল করিম, মোস্তাক আহমেদ পারভেজ, রফিকুল ইসলাম প্রমুখ। এরআগে তালতলা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় কাউন্সিলর নয়ন বলেন, ৭ নং ওয়ার্ড সবচেয়ে অবহেলিত। আমি এলাকাবাসীর দাবি পূরণে আন্তরিক। পাশে থাকবো সব সময়।