আব্দুল্লাহ সোহান, মণিরামপুর
জাতীয় পর্যায় নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মণিরামপুরের কৃতিকা বিশ্বাস। অপরদিকে চতুর্থ জাতীয় জুজুৎসু কারাত প্রতিযোগিতায় মণিরামপুরের মা ও মেয়ে কৃতিত্ব লাভ করেছেন।
কৃতিকা বিশ্বাস মণিরামপুর প্রভাতী বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চিত্রাংকন, রচনা, গান, নৃত্যসহ বিভিন্ন বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। কৃতিকা মণিরামপুর উপজেলা, যশোর জেলা ও খুলনা বিভাগীয় পর্যায় নৃত্যে প্রথম হয়ে জাতীয় পর্যায় ঢাকায় অংশ নেয়।
তার বাবা ধীমান কুমার বিশ্বাস মণিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক এবং মা পল্লবী বিশ্বাস বাধাঘাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। মহান বিজয় দিবসে ঢাকাস্থ পিটিআই’তে এক অনাড়াম্বর অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেয়া হয়।
জাতীয় জুজুৎসু কারাত প্রতিযোগিতায় এ প্রতিযোগিতায় মা রাবেয়া খাতুন পেয়েছেন স্বর্ণপদক ও মেয়ে পেয়েছেন ব্রোঞ্জ পদক।
মা রাবেয়া খাতুন মণিরামপুর পৌর এলাকার দূর্গাপুর গ্রামের দিলশাদের স্ত্রী এবং মেয়ে হলেন আরিসা সুলতানা। একই প্রতিযোগিতায় আবু সুফিয়ান ও সেলিম রেজা ব্রোঞ্জপদক লাভ করেছেন। পাশাপশি আবু সুফিয়ান জাতীয় জুজুৎসু ফেডারশন অ্যাসোসিয়েশনের জাতীয় কোচ নির্বাচিত হয়েছেন।
মণিরামপুরের মার্শাল আট কারাত পরিচালক আবু সুফিয়ান বলেন, গত ১০ ও ১১ ডিসেম্বর ঢাকার পুরাতন পল্টনস্থ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ভেন্যুতে জুজুৎসু কারাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।