কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার উত্তর খড়লিয়া চর পাড়া গ্রামের হতদরিদ্র ভুমিহীন বিধবা তহমিনা বেগমের শেষ সম্বল খাস জমি টুকু কেড়ে নিয়ে তার বসত ঘরটা ভেঙে দেয়া হয়েছে ।
তহমিনা বেগম বলেন, আমি দীর্ঘ ২০বছর যাবৎ ইসমাইল মিনার জমিতে বসবাস করে আসছি। এর পাশে নদীর খাস জমি। তিনি মারা যাওয়ায় তার ছেলেরা নাকি জমি বিক্রি করে দিয়েছে।
জমির ক্রেতারা তহমিনার বসত ঘর ভেঙে তাকে তাড়িয়ে দিয়েছে ।