কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
“বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা এক সূত্রে গাঁথা” এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, পৌর মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে অর্ধ শতাধিক স্টল দেয়া হয়েছে।