কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
কালীগঞ্জে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন ২০২১ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে মেইন বাসস্ট্যান্ডে শিশুদের এ ক্যাপসুল খাইয়ে কার্ষক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার।
কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্ষন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সের শিশুদেরকে এ ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্ষ্যক্রমটি চলবে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের সভাপতিত্বে ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন।
পৌর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা স্যানিটারী ইনসপেক্টর আলমগীর কবির জানান, এ পৌরসভাতে মোট ৪১ টি কেন্দ্র থেকে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে স্থায়ীভাবে তিনটি কেন্দ্র হইল, পৌর স্বাস্থ্য বিভাগ ১ টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ১ টি ও প্রকৃতি মেডিকপস সেন্টার ১ টি। এছাড়াও ইপিআই সেশন গুলির মধ্যে ১ নং ওয়ার্ডে ০৮ টি, ২ নং ওয়ার্ডে ০৮ টি, ৩ নং ওয়ার্ডে ০৮ টি ও বর্ধিত এলাকা ০৮ টি সহ আরো ৭ টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে টিকা খাওয়ানো হবে।