নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরীক্ষা কেন্দ্রে হাঁটু পানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে পরীক্ষার্থীরা। এ সময় তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ ও বের হয়ে আসার সময় বিড়ম্বনায় পড়তে হয়।
মঙ্গলবার সকালে এমনই চিত্র দেখা গেছে জেলার কালীগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজ পরীক্ষা কেন্দ্রে। এ সময় অনেক পরীক্ষার্থীরা জুতা হাতে নিয়ে পানি পার হয়ে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে আসেন।
বৃষ্টি হলেই সরকারি মাহতাব উদ্দিন কলেজে জলাবদ্ধতা হয়। দীর্ঘদিনের এ সমস্যা থাকলেও তা সমাধান করা হয়নি। এর আগে বর্ষাকালে এই মাঠে মাছ শিকারও করেছে এলাকাবাসী। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সৃষ্ট নি¤œচাপে টানা দুইদিনের বৃষ্টিতে পানি জমে যায় পুরো মাঠে। কলেজের রাস্তাগুলোও পানিতে তলিয়ে যায়। মঙ্গলবার সকালে যুক্তিবিদ্যা ও বিকেলে হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল।
সরকারি মাহতাব উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুজ্জামান বাবলু জানান, কলেজ মাঠে জলাবদ্ধতা এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা নিরসনে কাজ চলছে।
আরো পড়ুন..
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার ২০ আসামিকে মৃত্যুদণ্ড
আজ বাঘারপাড়া মুক্ত দিবস