কল্যাণ রিপোর্ট
ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যশোর কেন্দ্রের উদ্যোগে ১৬ দিনব্যাপি কিশোরী শিক্ষার্থীদের জন্য আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০জন কিশোরী প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
গতকাল শনিবার সকাল ১০ টায় যশোর স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারিতে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবীর এবং প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার।
প্রশিক্ষণ পরিচালনার দায়িত্বে আছেন প্রশিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে কিশোরী শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর প্রধান অতিথি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করে বলেন কিশোরীদের আত্মরক্ষার প্রশিক্ষণই তাদের ভেতর আত্মবিশ্বাস তৈরি করবে। এই ধরনের প্রশিক্ষণ কিশোরীদের জন্য খুবই প্রয়োজনীয়।
আইইডি যশোর কেন্দ্র ২০১৯ সালে ও কিশোরীদের অংশগ্রহণে আত্মরক্ষা ও আত্মবিশ্বাস তৈরি বিষয়ক দক্ষতা প্রশিক্ষণের আয়োজন করে।