কেশবপুর প্রতিনিধি: কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাসানপুর ইউনিয়নের শুড়িঘাটা বাজারের ফারুক স্টোরে চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে। ৬ মে বিকেলে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গত ৫ মে গভীর রাতে দোকানের ছাউনির টালি খুলে ভেতরে ঢুকে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ এক লাখ ৫৫ হাজার টাকা ও বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়। দোকানে সিসি ক্যামেরায় থাকায় চুরির ঘটনা ধারণ হয়।
চুরির ঘটনায় মামলার পর কেশবপুর থানা পুলিশ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় গনেশপুর গ্রামে অভিযান চালিয়ে চোরচক্রকে গ্রেফতার করে। তারা হলো গনেশপুর গ্রামের আশরাফুল গাজী মনা (১৬), আবু মুছা (১৬), খায়রুল বাসার (১৬), রাকিব হাসান রকি (১৬) এবং ইব্রাহিম হোসেন (১৬)।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বলেন, গ্রেফতারকৃতদের শনিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।