কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে বিজ্ঞানি আব্দুল আজিজের উদ্ভাবিত পাটখড়ি হতে উৎপাদিত কার্বন দিয়ে জলরং চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়েছে। পাটখড়ি হতে উৎপাদিত কার্বন দিয়ে তৈরি করা হয়েছে জলরং। এ ধরনের আবিষ্কার বাংলাদেশে প্রথম।
শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে এ চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি অংকন করে।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিত্রাংকন উৎসবের উদ্বোধন করেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এন্ড মিনারেলসের বিজ্ঞানী আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমান, সহসভাপতি শেখ শাহীন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, শিক্ষক আব্দুস সালাম, সাহা বৈদ্য নাথ ও শ্রাবন্তী রায় দে।