কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাস্ক না পরে শহরে ঘোরাফেরা করার সময় বৃহস্পতিবার উপজেলার বায়সা গ্রামের আমজেদ আলী, সরসকাটির আবুল কালাম, আটঘরার মহাসিন, নেহালপুরের হাবিবুর রহমান, বসুন্তিয়ার আতিয়ার রহমান, বাউশলার তবিবুর রহমান, বাজিতপুরের সুকদেব দাস, পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা এলাকার সজল বৈদ্য ও মাসুদকে ২০০ টাকা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।