কেশবপুর প্রতিনিধি: আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে কেশবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বক্তৃতা করেন, সহসভাপতি এইচ এম আমির হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা যুবলীগের আহবায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ প্রমুখ।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
কেশবপুর আ.লীগের প্রস্তুতিসভা অনুষ্ঠিত
