কোটচাঁদপুর প্রতিনিধি: ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা মামলার পলাতক আসামি জহুরুলকে (৩৮) পুলিশ গ্রেফতার করেছে। রোববার রাত ৮টার দিকে কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত জহুরুলের বিরুদ্ধে যশোরের অভয়নগর থানায় আরও একটি প্রতারণা মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। জহুরুল দীর্ঘদিন ধরে নিজেকে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয় দিয়ে কোটচাঁদপুরসহ বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল।