নিজস্ব প্রতিবেদক: জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে যশোর সদরের খাজুরা গ্রামে বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোল্লার বাড়িতে হামলা চালিয়ে মারপিট করে সোনার গহনা ছিনিয়ে নেয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে আসামি করে আব্দুল খালেক মামলা করেন। মামলার আসামিরা হচ্ছে- খাজুরা গ্রামের আবুল কাশেম (৫০), কামাল হোসেন (৩০), শাহাজাহান (৬০), আনসার আলী (৫৫), ইমন (২৫), বাচ্চু (৪০) ও রানু বেগম (৪৫)। আসামিদের মধ্যে কামাল হোসেনকে পুলিশ আটক করেছে।
মামলায় বলা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আসামিরা দীর্ঘদিন ধরে বাদীর পরিবারের লোকজনকে খুন জখমের হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় আসামিরা বৃহস্পতিবার সকালে বাদীর বাড়িতে দেশিয় অস্ত্র ধারালো দা, লোহার রড, বাশের লাঠি নিয়ে প্রবেশ করে জমি দখলের চেষ্টা করে। পরিবারের লোকজন বাধা দিলে আসামিরা আব্দুল খালেকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এলোপাতাড়ি মারপিট শুরু করে। এতে খালেক গুরুতর জখম হন। তার স্ত্রী নাসিমা বেগম, ছেলে আব্দুর রহমান, ছেলের বউ ফারহানা আক্তার ঠেকাতে গেলে আসামিরা তাদেরকেও মারপিট করে। হামলাকারীরা নাসিমা বেগম ও তার পুত্রবধূ ফারহানা আক্তারের পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। নাসিমা বেগম ও ছেলে আব্দুর রহমানের গলা টিপে শ্বাসরোধ করার চেষ্টা করে। এসময় তারা সোনার চেইন ও একটি টাচ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আব্দুল খালেকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে আসামিরা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আব্দুল খালেক কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি কামাল হোসেনেকে শুক্রবার খাজুরার বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।