খুলনা ব্যুরো: খুলনার বটিয়াঘাটায় নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবুল আলীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার খুলনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাদিউজ্জামান এ নির্দেশ দেন। এর আগে পুলিশ তাকে নগরীর দৌলতপুর থানা এলাকার দেয়ানা দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরের দিকে খুলনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক তাকিয়া সুলতানার কাছে ওই দিন রাতের বিবরণ জানিয়ে ২২ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন ভিকটিম।
শুক্রবার গভীর রাতে বটিয়াঘাটা উপজেলার শান্তিনগর এলাকার নারীকে চেতনানাশক দ্রব্য পান করায় দুর্বৃত্ত। ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে তার হাতে থাকা সোনার ও রুপার আংটিসহ ওয়ারড্রব থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে ওই নারীর পরণে কোন কাপড় নেই। এ ঘটনা নিয়ে ওই এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়।