ঝিনাইদহ প্রতিনিধি
খুলনা পুলিশ রেঞ্জের গত নভেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে ৬ ডিসেম্বর বেলা ১০ টায় অপরাধ বিষয়ক এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দিন, বিপিএম(বার) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, একেএম নাহিদুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) নজরুল ইসলাম। এছাড়াও এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সমূহের কমান্ডান্টবৃন্দ ও সিআইডি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় গত নভেম্বর মাসে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, ও শ্রেষ্ঠ থানা হিসাবে ঝিনাইদহ সদর থানা মনোনিত হয়। ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মুনতাসিরুল ইসলাম শ্রেষ্ঠ জেলার পুরস্কার, ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার শ্রেষ্ঠ সার্কেলের পুরষ্কার, ঝিনাইদহ সদর থানা শ্রেষ্ঠ থানা হিসাবে অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা, এবং ঝিনাইদহ থানায় কর্মরত এসআই (নিঃ) ইমদাদুল হক শ্রেষ্ঠ এসআই মনোনীত হওয়ায় খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) তাদের হাতে পুরস্কার তুলে দেন। সামাজিক গণমাধ্যম ফেসবুকের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা পুলিশ।