ইয়াছিন রেজা,হরিণটানা প্রতিনিধি: আজ রবিবার ভোর আনুমানিক ৬ টার দিকে খুলনা সাতক্ষীরা সড়কে ট্রাক ও মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিণটানা থানাধীন কৈয়া বাজারে এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,খুলনা থেকে সাতক্ষীরা গামী ট্রাকটি খুলনা সাতক্ষীরা মহাসড়কের কৈয়া বাজারে পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রা গাড়িটি ট্রাকটিকে সামনা সামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৯ জন গুরুত্ব আহত হয়। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এবং আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এরিপোর্ট লেখা পযর্ন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি। বর্তমানে ট্রাক ও মাহেন্দ্রা গাড়ি দুটি হরিণটানা থানা হেফাজতে রয়েছে। ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।