নিজস্ব প্রতিবেদক: রোগী দেখার চেম্বার ভাংচুর, চিকিৎসা সরঞ্জামাদি লুটের অভিযোগে ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে রোববার অভিযোগ দিয়েছেন যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার ডা. খন্দকার সালাহ উদ্দিন। তিনি ওই এলাকার মৃত খন্দকার আব্দুল জলিলের ছেলে।
অভিযুক্তরা হলো, সালাহউদ্দিনের ভাই সাঈদ আহমেদ ইউনুচ (৪৯) ও তার স্ত্রী হিরা বেগম (৪০), আরবপুর খোয়ারাস্তা মসজিদের পাশের ফিরোজ ওরফে পিরু (৪২) ও খোকন।
সালাহউদ্দিন অভিযোগে উল্লেখ করেছেন, গত ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে তিনি দেখতে পান আসামিরা তার বাড়ির নিচতলার চেম্বার ভাঙ্গার চেষ্টা করছে। তিনি ও তার স্ত্রী পারভীন আক্তার বাঁধা দেয়ার চেষ্টা করলে তাদের মারতে উদ্যোত হয়। তারা দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করেন ও পুলিশে সংবাদ দেন। পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে যেয়ে দেখেন তার চেম্বারের তালা ভাঙ্গা। ভেতরে রাখা মালামালের ব্যাপক ক্ষতি করা হয়েছে। চেম্বারে রাখা একটি আল্ট্রাসনো মেশিন, একটি মাইক্রোস্কপ মেশিন, একটি ইসিজি মেশিন ও বেশ কিছু সার্জিক্যাল যন্ত্রপাতি চুরি করে নিয়ে গেছে। যার মূল্য ১৫ লাখ টাকা। আসামিরা তার চেম্বার দখলের জন্য বিভিন্ন সময় পায়তারা করে আসছিল।
এ বিষয়ে কোতোয়ালি থানায় এসআই জয়বালা জানিয়েছেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।