নিজস্ব প্রতিবেদক: যশোরের গাঙচিল গ্রুপের উদ্যোগে বুধবার শহরের অভিজাত হোটেল ওরিয়নে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। এতে রাজনীতিক, সামাজিক ব্যক্তিত্ব, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন গাঙচিল গ্রুপের চেয়ারম্যান ও যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, ব্যবস্থপনা পরিচালক ব্যারিস্টার ওয়ালিউর রহমান খান, পরিচালক আনিছুর রহমান খান, যশোর চেম্বার অব কমার্সের সাবেক সহসভাপতি সাজ্জাদুর রহমান সুজা, রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক এজাজ উদ্দিন টিপু, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহমেদ সাইদ বুলবুল, গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দৌলা মিথুন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনায়ারুল কবীর নান্টু, ব্যবস্থাপনা সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি মো. ইসহক, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, যশোর ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন টুলু, ওয়ান ব্যাংকের খুলনা জোন প্রধান আবু সাইদ মো. আবদুল মান্নাফ, ব্যাংক এশিয়া যশোর শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম প্রমুখ।