নিজস্ব প্রতিবেদক :
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় যশোরের কৃতি সন্তান শেখ আব্দুল হাকিম গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে যশোরের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে সোমবার ঢাকায় স্থানান্তর করা হয়।
স্ট্রোকে আক্রান্ত হয়ে বিগত কয়েক বছর ধরে তিনি শয্যাশায়ী রয়েছেন। তার সুস্থতা কামনা করেছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকউজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজামান মিঠু, যুগ্ম সম্পাদক নুরুল আরিফিন, ক্রীড়া সংগঠক নিবাস হালদার, জাতীয় দলের সাবেক ফুটবলার কাওছার আলী।