নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের আরবপুর খোয়ারাস্তা এলাকার এক বাড়িতে এক ভাড়াটিয়া অপর ভাড়াটিয়া গৃহবধূকে (২১) ধর্ষণের অভিযোগে কোতোয়ালি থানায় মঙ্গলবার রাতে মামলা হয়েছে। মামলায় আসামিরা করা হয়েছে, যশোর সদর উপজেলার আরবপুর খোয়ারাস্তার লাবলু ওরফে লাবুকে।
মামলায় উল্লেখ করা হয়েছে, গৃহবধূ শহরের পুরাতন কসবা এলাকার বর্তমানে আরবপুর খোয়ারাস্তা এলাকার এক বাড়িতে স্বামীসহ ভাড়া থাকেন। তার স্বামী দিন মজুরের কাজ করেন। লাবু তার পাশে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। গৃহবধূকে মোবাইল ফোনে কুপ্রস্তবাসহ আজেবাজে কথা বলতো। তাকে নিষেধ করলে ধর্ষণ করার হুমকি প্রদান করে। গত ২৩ এপ্রিল রাত পৌনে ৪ টায় তারা সেহরি খাওয়া শেষ করে। ভোর অনুমান সাড়ে ৫ টায় তার স্বামী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এই সুযোগে লাবু ঘরে ঢুকে বসে থাকে। গৃহবধূ ঘরে ঢোকার পর লাবু মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানায়। এরপর গৃহবধূ থানায় মামলা করেন।