মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
মহেশপুরের সাড়াতলা গ্রামে এক গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় দুর্বৃত্তকে কুপিয়ে জখম করেছে নির্যাতিত ভিকটিমের স্বামী।
উপজেলার সাড়াতলা গ্রামের বিদ্যুৎ (৪৫) মঙ্গলবার রাতে ওই গ্রামের গৃহবধূর ঘরে ঢুকে তার শ্লীলতাহানী ঘটায়। বিদ্যুৎ দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত মঙ্গলবার দিবাগত রাতে ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর হতে বাইরে বের হলে বিদ্যুৎ তাকে চাপটে ধরে শ্লীলতাহানি ঘটায়। ওই সময় সে চিৎকার দিলে তার ব্যবহৃত মোবাইল ও গামছা ফেলে পালিয়ে যায়। বিদ্যুৎ পালানোর সময় গৃহবধূর স্বামীর দায়ের কোপে আহত হয়। বর্তমানে বিদ্যুৎ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে নির্যাতিত ভিকটিম মহেশপুর থানায় অভিযোগ করেছেন।
মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।