ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের সেরা খেলোয়াড় ও সেরা একাদশ ঘোষণা করেছে প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ)। দ্বিতীয়বারের মতো বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরিয়ান তারকা মোহামেদ সালাহ।
লিভারপুল লিগ জিততে ব্যর্থ হলেও যুগ্মভাবে আসরের সর্বোচ্চ ২৩ গোল করেছেন সালাহ। পাশাপাশি ১৩টি অ্যাসিস্টও করেছেন তিনি। লিভারপুলের দ্বিতীয় হওয়ার পেছনে বড় ভূমিকাই রেখেছেন সালাহ। এছাড়া কারাবাও কাপ এবং এফএ কাপেও দারুণ পারফর্ম করেন তিনি।
ম্যানচেস্টার সিটির ২২ বছর বয়সী তারকা ফিল ফোডেন জিতেছেন উদীয়মান বর্ষসেরার পুরস্কার। ষষ্ঠ খেলোয়াড় হিসেবে এ নিয়ে টানা দ্বিতীয়বার পুরস্কারটি পেলেন তিনি। আর উঠতি সেরা নারী ফুটবলারের খেতাব পান ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী তারকা লরেন হেম্প। এ নিয়ে রেকর্ড চারবার এই স্বীকৃতি পেলেন ইংলিশ নারী ফুটবলার।
ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে কোনো ক্যাটাগারিতে টানা একই পুরস্কার এতবার জেতেননি আর কেউ। ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের সংগঠন পিএফএ (প্রফেশনাল ফুটবলার্স অ্যাসেসিয়েশন)-এর ভোটে গতবৃহস্পতিবার বিজয়ী ফুটবলারদের নাম ঘোষণা করা হয়, যেখানে বর্ষসেরা হয়েছেন সালাহ। সবশেষ ২০১৮ সালে এই পুরস্কার উঠেছিল মিশরীয় সেনসেশনের হাতে।
তার আগে দুবার এই ট্রফি জয়ের কীর্তি ছিল কেবল পাঁচজনের। তারা হলেন- মার্ক হিউজেস, অ্যালন শিয়েরার, থিয়েরি অঁরি, গ্যারেথ বেল এবং কেভিন ডি ব্রুইনে। শেষজন গত বছর বর্ষসেরা হয়েছিলেন। এবার যে সালাহর হাতে মুকুট উঠবে সেটা এক প্রকার অনুমিতই ছিল। ইংলিশ লিগের বিদায়ী মৌসুমে ২৪ গোল করেছেন তিনি।
বর্ষসেরার মুকুট জয়ের পর উচ্ছ্বসিত সালাহ বলেন, ‘আমার কক্ষ শিরোপা দিয়ে সাজানো। তবে আমি নিশ্চিত সেখানে আরো একটা শিরোপা রাখা যাবে। আমি সবসময় নিজের প্রতি বিশ্বাস রাখি এবং চেষ্টা করি আরো শিরোপা জিততে।’ খেলোয়াড়দের বাইরে ফুটবলে বিশেষ অবদান রাখার জন্য পিএফএ মেরিট পুরস্কার জিতেছেন দুই কোচ রয় হজসন ও হোপ পাওয়েল।