আগামী ৮ জুলাই শহরে আসছেন নতুন গোয়েন্দা এডিসি কাইজার চৌধুরী। যিনি ব্যক্তিগত জীবনে বিপর্যস্ত ও বদমেজাজি একজন। তবে হোমিসাইড ডিটেকটিভ রক্ত ভয় পায়। কিন্তু ডিটেকটিভ হিসেবে সে প্রথম শ্রেণির। ‘কাইজার’ নামে একটি ওয়েব সিরিজের চরিত্র এটি। মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো। সিরিজটি নির্মাণ করেছেন তানিম নূর। হইচইয়ে মুক্তি পাবে এটি।
‘কাইজা’র নিয়ে আফরান নিশো বলেন, ‘কাইজার একজন জিনিয়াস ডিটেকটিভ, তার অনেক রকম সমস্যা আছে, কিন্তু জীবনের গভীরে সেও একজন মানুষ। ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আর আমি কাজটা আনন্দ নিয়ে করেছি। কাইজারের ট্রেইলারও খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দর্শক আমাকে কাইজার হিসেবে কীভাবে নেন, তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
পরিচালক তানিম নূর বলেন , ‘এই কাজটা আমার ড্রিম প্রজেক্ট। ছোটবেলা থেকে আমরা ফেলুদা, তিন গোয়েন্দা, ব্যোমকেশ বা শার্লক হোমস পড়ে বড় হয়েছি। চরিত্রগুলো কলকাতা বা দেশের বাইরের প্রেক্ষাপটে গড়ে উঠেছে। এদের নিয়ে বেশ কিছু কাজও হয়েছে। কিন্তু বাংলাদেশের বা ঢাকার মৌলিক একটি গোয়েন্দা চরিত্র নিয়ে খুব বেশি কাজ হয়নি।
সিরিজে আরও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, আহমেদ রেজা রুবেল, নাদের চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু ও জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত শিশু শিল্পী ঋদ্ধিসহ অনেকে।